যেকোন ধরনের দুর্ঘটনা,অগ্নিকান্ড ,ভুমিকম্প ইত্যাদি দুযোগের প্রত্যক্ষ সহযোগিতা পাওয়ার জন্য নিকটবর্তী ফায়ার ষ্টেশন সমুহে সঠিক লোকেশন সহ সংবাদ দিতে হবে । ফেনী =০২৩৩৪৪-৭৪৭৪৪. ছাগলনাইয়া=০১৮২৫০৬১৪০৪. সোনাগাজী=০১৭৭৯৯৫২৪৪৩, ফুলগাজী=০১৮৪২০০২৪৯২, পরশুরাম=০১৮৫৪৪২২৪৭৩. কোন ধরনের ওয়্যারহাউজ লাইসেন্স এবং অগ্নিনির্বাপনী ব্যবস্থা গ্রহন করতে হলে পরামর্শ গ্রহনের জন্য উপ-সহকারী পরিচালকের দপ্তরে পরামর্শ গ্রহন করা যেতে পারে । এছাড়া বহুতল ভবনের ছাড়পত্র গ্রহনের জন্য পরামর্শ গ্রহনের জন্য মহা-পরিচালকের দপ্তর বা মহা-পরিচালক মহোদয়ের প্রতিনিধি হিসেবে স্থানীয় ফায়ার ষ্টেশন বা উপ-সহকারী পরিচালকের দপ্তরে সাথে যোগাযোগ করে পরামর্শ গ্রহন করা যেতে পারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস